facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

২৪ ঘণ্টায় তিন কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে বঙ্গবন্ধু সেতুর টোল


১৪ জুন ২০২৪ শুক্রবার, ১০:৫৬  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


২৪ ঘণ্টায় তিন কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে বঙ্গবন্ধু সেতুর টোল

ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে প‌রিবহ‌নের সংখ‌্যা ক‌য়েকগুণ বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। এতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে টোল‌ আদায় গেল ২৪ ঘণ্টায় ৩ কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা যায়, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর হ‌তে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

সেতু‌তে পারাপার হওয়া প‌রিবহ‌নের ম‌ধ্যে যাত্রীবাসের সংখ‌্যা ছিল ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০, ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮১ ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি সেতু পারাপার হ‌য়ে‌ছে।

টোল বি‌শ্লেষ‌ণে দেখা গে‌ছে, সেতু পূর্ব টোলপ্লাজা অ‌তিক্রম করা উত্তরবঙ্গগামী প‌রিবহ‌নের সংখ‌্যা বে‌শি হ‌লেও টোল আদায় কম। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজা অতিক্রম করা ঢাকাগামী প‌রিবহ‌নের সংখ‌্যা কম থাক‌লেও ‌টোল আদায় বে‌শি। এতে দেখা গে‌ছে পূর্ব টোলপ্লাজা অতিক্রম ক‌রে‌ছে ২২ হাজার ৬৪৫‌টি প‌রিবহন। এর বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজায় অতিক্রম ক‌রে‌ছে ১৮ হাজার ২৬১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদে কর্মস্থল ছুটি হওয়ার কারণে মহাসড়‌কে যানবাহনের সংখ‌্যা বৃদ্ধি পাচ্ছে। এতে টোল আদায় বাড়‌ছে সেতু‌তে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: