facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

২৬ এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণের সনদ দিল ব্যাংক এশিয়া


২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার, ০২:৩৮  পিএম

বিজ্ঞপ্তি

শেয়ার বিজনেস24.কম


২৬ এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণের সনদ দিল ব্যাংক এশিয়া

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় কক্সবাজারে ২৬ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (এসএমই) উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে সনদ দিয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। সম্প্রতি শেষ হওয়া মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য অংশগ্রহণকারী কয়েকজন উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (এসএমইএসপিডি) মোহাম্মদ জাহিদ ইকবাল, ব্যাংক এশিয়া লিমিটেডের এমএসএমই প্রধান শামিনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান এম এসামুল আরেফিন। এসইআইপির যুগ্ম প্রশিক্ষক ইকবাল হোসেন এবং ব্যাংক এশিয়ার কক্সবাজার শাখা প্রধান মি. রাজিব ধর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ