২২ আগস্ট ২০১৬ সোমবার, ০৬:০২ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
চলতি বছর পবিত্র হজে গমনেচ্ছুদের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় আগামী ২৮ আগস্ট পর্যন্ত বেধে দিয়েছে সৌদি দূতাবাস।
হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল গত রোববার এক প্রজ্ঞাপনে সৌদি দূতাবাসের বরাত দিয়ে ৪৮৩ বেসরকারি হজ এজেন্সিকে ২৮ আগস্টের মধ্যে হজযাত্রীর পাসপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর ২৮ আগস্ট সৌদি দূতাবাস এ বছরের হজের জন্য আর কোনো পাসপোর্ট জমা নেবে না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।