২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার, ১০:১১ এএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার বিজনেস24.কম
রাঙ্গামাটি ও খুলনায় পুতুল তৈরী ও ব্লক প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডি ক্রাফট শ্রমিক কল্যাণ সমিতি।
এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়ায় আয়োজিত কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
অন্যদিকে খুলনার রুপসা উপজেলার কালিবাড়ীতে ব্লক ডিজাইন প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।