১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, ০১:০১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। গত শনিবার থেকে ক্রমেই দাবদাহ বাড়ছে। সোমবার (১৫ এপ্রিল) তাপমাত্রার একটি রেকর্ড হয়েছে।
দেশের গত ৪৩ বছরের ইতিহাসে পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায়। এটি দেশে গত ৪৩ বছরের মধ্যে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে দেশের আট বিভাগেই মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। মঙ্গলবার শুধু ময়মনসিংহ ছাড়া বাকি সাত বিভাগেই তাপপ্রবাহ বয়ে যাবে। তার মধ্যে সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।