ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৪ হাসপাতাল-ডায়াগস্টিক সেন্টারকে ২২ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্য

প্রকাশিত: ১৯:৪৭, ২১ সেপ্টেম্বর ২০১৬

সর্বশেষ

৪ হাসপাতাল-ডায়াগস্টিক সেন্টারকে ২২ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে রাজধানীর চারটি হাসপাতাল ও ডায়াগস্টিক সেন্টারকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
 
অভিযানে অংশ নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, ‘এসব হাসপাতাল ও ডায়াগস্টিক সেন্টার অনেকদিন ধরে মেযাদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয় করে আসছে। এভাবে সঠিক রোগ নির্ণয় হয় না। রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় অনেকেই জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।’

র‌্যাব-২ জানায়, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। প্রথমে ইংলিশ রোডের মেডিনোভা মেডিক্যাল সার্ভিসে অভিযান চালানো হয়। সেখানে ডায়ানস্টিক টেস্টে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করতে দেখা যায়। রোগ নির্ণয়ের রিপোর্ট কার্ড হিসেবে ব্যবহৃত বইয়ের ১৫টি পাতা ব্ল্যাংক স্বাক্ষর করা অবস্থায় পাওয়া যায় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নামে ভুয়া সিল জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানের চারজনকে আটক এবং ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
 
একই এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারেও দেখা যায়, রিএজেন্ট ব্যবহার করে বিভিন্ন রোগ নির্ণয় করা হচ্ছে, যা সঠিক রোগ নির্ণয়ে অন্তরায়। এ সময় আটক করা হয় তিনজনকে। তাদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
 
একই অবস্থা দেখা যায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে। উভয় হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
 

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ