
টানা ৫ ঘণ্টা বন্ধের পর রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিট থেকে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল আবার শুরু হয়। এ নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।
অন্যদিকে বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট কর্তৃপক্ষ কালবেলাকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৬টি লঞ্চ চলাচল করছে।
শেয়ার বিজনেস24.কম