facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

৬৫ টাকা প্রিমিয়ামসহ ৭৫ টাকায় শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল


১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ০২:৪৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


৬৫ টাকা প্রিমিয়ামসহ ৭৫ টাকায় শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৬৫ টাকা প্রিমিয়ামসহ যার দাম হবে ৭৫ টাকা। এক্ষেত্রে মোট শেয়ারের আর্থিক মূল্য হবে ১৬৬ কোটি টাকা।

গতকাল ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় পরিচালকদের সম্মতিক্রমে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া হয়।

জানা যায়, কোম্পানিটি শেয়ারমানি অর্থের বিপরীতে ইস্যুকৃত শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করবে। শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্টে ব্যয় করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: