facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪

Walton

৬ লাখ টাকা বেতনে ফারইস্টের সিইও আপেল মাহমুদ


২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার, ০৩:২৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


৬ লাখ টাকা বেতনে ফারইস্টের সিইও আপেল মাহমুদ

মাসিক ছয় লাখ টাকা বেতনে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আপেল মাহমুদ। তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বিমা আইন ২০১০ এবং বিমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২ এর বিধানাবলি পরিপালিত হওয়ায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। চলতি বছরের ৪ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে। সে হিসাবে ২০২৬ সাল পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফের সিইও থাকবেন আপেল।

যেসব সুবিধা ও শর্ত নিয়োগ পেয়েছেন আপেল

>> মাসিক মোট বেতন-ভাতা হবে ৬ লাখ টাকা। বেতন-ভাতা সংক্রান্ত সব ধরনের লেনদেন একাউন্ট পেয়ি চেকের মাধ্যমে করতে হবে।

>> বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ বা বিধি-বিধান ও সংশ্লিষ্ট অন্যান্য আইন পরিপালন করতে হবে।

>> চুক্তিকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োজিত থাকাকালীন অন্য কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা সংস্থায় কোনোভাবেই কর্মরত থাকতে হতে পারবেন না।

>> আবেদনপত্রের সঙ্গে দাখিল করা দলিলাদি ভবিষ্যতে অসত্য বা সঠিক নয় প্রমাণ হলে তার দায়ভার কোম্পানি ও মুখ্য নির্বাহী কর্মকর্তাকে বহন করতে হবে এবং সেক্ষেত্রে এ নিয়োগ নবায়ন অনুমোদন বাতিল বলে গণ্য হবে।

>> মুখ্য নির্বাহী কর্মকর্তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদির ওপর প্রদেয় আয়কর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিজেই বহন করবেন।

>> চুক্তিপত্রে যা কিছুই থাকুক না কেন চুক্তিকালীন তার বেতন ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করা যাবে না।

>> সার্বক্ষণিক ব্যবহারের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা একাধিক গাড়ি ব্যবহার করতে পারবেন না।

>> গাড়ির জ্বালানি বাবদ সর্বোচ্চ ২০০ লিটারের অধিক ব্যবহার করতে পারবেন না।

>> মোবাইল বিল বাবদ সর্বোচ্চ ৫ হাজার টাকা পাবেন।

>> বোর্ডের অনুমোদন সাপেক্ষে অন্যান্য ইনসেনটিভ সুবিধার বিষয়টি সুনির্দিষ্ট না হওয়ায় এসব সুবিধাদি মুখ্য নির্বাহী কর্মকর্তা পাবেন না।

>> চুক্তিকালীন চুক্তিপত্রে উল্লিখিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাসমুহ ব্যতীত অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা যেমন- লভ্যাংশ, কমিশন ও যেকোনো ধরনেরর ক্লাব সংক্রান্ত খরচ দেওয়া যাবে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: