১৪ মে ২০২৩ রবিবার, ০৬:১৮ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশজুড়ে ছয় হাজারের বেশি ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনে বিকাশে পেমেন্ট করলেই ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত এসব ফার্মেসি থেকে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এই অফারের আওতায় একজন গ্রাহক ৫ শতাংশ করে দিনে ২৫ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন ৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# দিয়ে পেমেন্ট করে এই সুবিধা নিতে পারেন গ্রাহক।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউ আর কোড স্ক্যান করে অথবা ‘মেক পেমেন্ট’ আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে পেমেন্টের পরিমাণ ও বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে। শুধু তাই নয়, বিকাশ অ্যাপ থেকে ম্যাপ সুবিধা ব্যবহার করে একজন গ্রাহক তার নিকটস্থ ফার্মেসিসহ বিকাশ মার্চেন্ট স্টোরগুলোর অবস্থান সহজে বের করে নিতে পারবেন।
অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/page/pharmacy-offer?
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।