০৬ মার্চ ২০২৪ বুধবার, ০২:৫৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ।
এদিন সকাল সাতটায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।
বিকেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৭ মার্চ বিকেল চারটায় ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।