facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা


০৮ জানুয়ারি ২০২৪ সোমবার, ০১:১৪  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হলো। রোববার (বাংলাদেশ সময় ৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।

এবারের আসরে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে। তবে কারিগরি কাজে সম্পৃক্ত কারও জন্য স্বীকৃতি থাকে না এই আয়োজনে। আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড ও ক্যারল বারনেট অ্যাওয়ার্ড দেওয়া হয়নি এবার। এর পরিবর্তে যুক্ত হয়েছে নতুন দুই বিভাগ– সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট এবং টেলিভিশনের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান।

১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিয়েছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। তবে জাতিগত বৈচিত্র্যের অভাব ও কিছু সদস্যের অনৈতিকতার কারণে সংস্থাটি ভেঙে দিয়ে নতুন মালিকানায় ভোটিং সদস্যপদ বাড়িয়ে করা হয়েছে ৩০০ জন। ২০২৩ সালের জুনে এলড্রিজ ইন্ডাস্ট্রিজ এবং ডিক ক্লাক প্রোডাকশন্স (ডিসিপি) কিনে নেয় গোল্ডেন গ্লোবসের স্বত্ব।

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা)
ওপেনহাইমার

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
পুয়োর থিংস

সেরা অভিনেতা (ড্রামা)
কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী (ড্রামা)
লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব-অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)

সেরা মৌলিক সুর
লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

সেরা মৌলিক গান
হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্র: বার্বি, গীতিকার ও সুরকার বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল)

সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট
বার্বি (গ্রেটা গারউইগ)

টেলিভিশন বিভাগ
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান
রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)

সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য বিয়ার (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বিফ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
স্টিভেন ইয়ুন (বিফ)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
আলি উং (বিফ)

সেরা পার্শ্ব-অভিনেতা
ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: