facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

৮৫০০ কোটি ডলারে টাইম ওয়ার্নার কিনছে এটিঅ্যান্ডটি


২৩ অক্টোবর ২০১৬ রবিবার, ০২:৫৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


৮৫০০ কোটি ডলারে টাইম ওয়ার্নার কিনছে এটিঅ্যান্ডটি

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ মিডিয়া ও বিনোদন গোষ্ঠী টাইম ওয়ার্নারকে ৮ হাজার ৫০০ কোটি ডলারে কিনছে বলে দেশটির শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি এটিঅ্যান্ডটি জানিয়েছে।

বিশ্বজুড়ে বাড়তে থাকা অনলাইন দর্শকদের টানতে উচ্চগতির নেটওয়ার্কের মাধ্যমে সংবাদ ও বিনোদন পরিবেশনে কোনো টেলিযোগাযোগ কোম্পানির পক্ষ থেকে এটাকেই এখন পর্যন্ত ‘সবচেয়ে সাহসী উদ্যোগ’ বলছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের এ বার্তাসংস্থার খবরে বলা হয়, দুটি প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা শেষে শনিবার ডালাসভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি এটিঅ্যান্ডটি চুক্তির বিষয়টি জানিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এটাই হবে সবচেয়ে বড় চুক্তি, যার মাধ্যমে কেবল চ্যানেল এইচবিও, সংবাদ মাধ্যম সিএনএন ও ফিল্ম স্টুডিও ওয়ার্নার ব্রসসহ টাইম ওয়ার্নারের সব সম্পদ এটিঅ্যান্ডটির হাতে চলে যাবে।

একীভূতকরণের এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কড়া নজরদারির মধ্যে পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ টাইম ওয়ার্নারের সংবাদ ও বিনোদন অনুষ্ঠানগুলোর পরিবেশনে এটিঅ্যান্ডটির একচেটিয়া কর্তৃত্ব চলে আসতে পারে বলে তাদের উদ্বেগ।

রয়টার্স বলছে, ওয়ার্নারের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০৭ দশমিক ৫০ ডলার দেবে এটিঅ্যান্ডটি। এর মধ্যে নগদ, বাকিটা স্টক দিয়ে পরিশোধ করবে। সব মিলে ৮৫ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে।

এটিঅ্যান্ডটির আশা, তারা ২০১৭ সালের শেষ দিকে চুক্তির কাজ শেষ করতে পারবে।

দুই ভিন্ন জগতের বড় দুই কোম্পানির একীভূত হওয়ায় অস্বস্তিতে রয়েছেন অনেকেই; যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও উদ্বেগ জানিয়েছেন।

সিনেটর রিচার্ড ব্লুমেনথল বলেছেন, “পুরো বিনোদন ও টেলিযোগাযোগ খাতকে পাল্টে দিতে সক্ষম এই বিশাল একীভূতকরণের প্রক্রিয়াকে অবশ্যই খুঁটিয়ে দেখা উচিৎ।”

এতে ভোক্তাদের উপর কী প্রভাব পড়বে তা খতিয়ে দেখতে বলেছেন কানেটিকাটের সাবেক এই অ্যাটর্নি জেনারেল।

চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের শিবিরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন।

শনিবার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, নির্বাচনে জিতলে তিনি এ চুক্তি ঠেকিয়ে দেবেন। কারণ এর মধ্য দিয়ে ক্ষমতা কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে পড়বে।

অবশ্য টাইম ওয়ার্নারের টেলিভিশন চ্যানেল সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের ‍বিরুদ্ধে ট্রাম্প শিবিরের আগে থেকেই অনেক অভিযোগ। তাদের ভাষ্য, রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী প্রচারকে গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে না।

এর আগে কেবল কোম্পানি কমকাস্ট করপোরেশন ৩ হাজার কোটি ডলারে এনবিসি ইউনিভার্সালকে কিনে নেওয়ার চুক্তির সময়ও উদ্বেগ জানিয়েছিল আইনপ্রণেতারা।

তারপরও ডিসকভারি, এএমসি, নেটফ্লিক্স ও সিবিএস’র মতো গণমাধ্যম একীভূত হতে বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বিবিসি বলছে, ২৩৮ বিলিয়ন ডলার বাজারমূল্যের এটিঅ্যান্ডটি গণমাধ্যম জগতে প্রতিষ্ঠিত হতে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। গত বছর তারা স্যাটেলাইট টিভি প্রোভাইডার ডাইরেকটিভিকে সাড়ে ৪৮ বিলিয়ন ডলারে কিনেছিল।

এটিঅ্যান্ডটির প্রধান প্রতিদ্বন্দ্বী ভেরাইজনও ইয়াহু কিনে নিতে চালাচ্ছে; সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টের মালিক এওএলকে তার এর মধ্যে কিনেও নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টাইম ওয়ার্নার ২০১৪ সালে টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্সের ৮০ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।বিডিনিউজ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ