facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

৮ কোম্পানির শেয়ারে ভালো মুনাফা


২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৭:১৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


৮ কোম্পানির শেয়ারে ভালো মুনাফা

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ১০ কোম্পানি হলো-এসআলম কোল্ড রোল্ড স্টিল, শাইনপুকুর সিরামিকস, গোল্ডেন হার্ভেস্ট, ইনটেক অনলাইন, ফু-ওয়াং ফুড, ফার কেমিক্যাল,ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, গোল্ডেন সন, সোনারগাঁ টেক্সটাইল ও আল-আরাফা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ৮টি কোম্পানির শেয়ার হলো ‘বি’ গ্রুপের। যেগুলো হলো-এসআলম কোল্ড রোল্ড স্টিল, শাইনপুকুর সিরামিকস, গোল্ডেন হার্ভেস্ট, ইনটেক অনলাইন, ফু-ওয়াং ফুড, ফার কেমিক্যাল, গোল্ডেন সন ও সোনারগাঁ টেক্সটাইল।

ডিএসই-তে সপ্তাহে ব্যবধানে বাজার কিছুটা নেতিবাচক থাকলেও ‘বি’ গ্রুপের এই ৮ কোম্পানির বিনিয়োগকারীরা সপ্তাহের ব্যবধানে ভালো মুনাফা পেয়েছেন। যে কারণে কোম্পাানিগুলোর বিনিয়োগকারীরা ফুরফুরে মেজাজে রয়েছেন বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে এসআলম কোল্ড রোল্ড স্টিলের ৫৭.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২৭.৮৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১৮.৫৮ শতাংশ, ইনটেক অনলাইনের ১৫.৭১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.৯৩ শতাংশ, ফার কেমিক্যালের ১৪.৬১ শতাংশ, গোল্ডেন সনের ১১.৬৩ শতাংশ এবং সোনারগাঁ টেক্সটাইলের ১১.১১ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভাগ্যবান এসআলম কোল্ড রোল্ড স্টিলের বি বিনিয়োগকারীরা। কারণ কোম্পানিটির শেয়ার দর সপ্তাহজুড়ে বেড়েছে। প্রতিদিনই কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দরে উঠে হল্টেড হয়েছে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে, শাইনপুকুর ও গোল্ডেন হার্ভেস্টের শেয়ার সপ্তাহের ৫ কর্মদিবসের মধ্যে ৩ কর্মদিবস সর্বোচ্চ দরে লেনদেন হয়ে হল্টেড হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: