facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

৯ কোম্পানির লভ্যাংশ সংক্রান্তসহ পুঁজিবাজারের ২০ খবর (আপডেট)


০৯ অক্টোবর ২০২৪ বুধবার, ০৯:৫০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


৯ কোম্পানির লভ্যাংশ সংক্রান্তসহ পুঁজিবাজারের ২০ খবর (আপডেট)

ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুর্নীতির অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক ডিন, ঢাকা ইউনিভার্সিটি ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলছে।

তিনি বলেন, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক। তিনি যাতে বিদেশ গমন না করতে পারেন, সেজন্য জনস্বার্থে নিম্নবর্ণিত ব্যক্তির বিদেশ গমন নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানিশেষে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

শেয়ারবাজারের উন্নয়নে ভালো কোম্পানি আনতে হবে: আইসিবি চেয়ারম্যান

দেশের শেয়ারবাজারের উন্নয়নে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, দেশকে, পুঁজিবাজারকে এবং বিনিয়োগকারীদের কিছু দিতে হলে, ভালো কোম্পানি বাজারে আনতে হবে।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত ‘বিনিয়োগ এবং বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতার মূল বিষয়গুলি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাইব্রিড সিস্টেমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ডিবিএর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।

আইসিবি চেয়ারম্যান বলেন, ডিএসইর সময় হয়েছে হারানো লিডারশিপ ফিরে পাওয়ার। আপনারা শক্ত হোন। পাশের দেশ ভারতের পুঁজিবাজার থেকে আমরা অনেক পিছিয়ে কেন? আপনারা আওয়াজ তুলুন। প্রয়োজনে মন্ত্রণালয় এবং উপদেষ্টার কাছে আপনাদের প্রস্তাবনা নিয়ে যান।

আইসিবি প্রসঙ্গে তিনি বলেন, আইসিবির মতো একটা রুগ্ন প্রতিষ্ঠানে আমাকে দেয়া হয়েছে। এখানে আমার প্রতিদিন চা খাওয়া ছাড়া আর কিছু করার থাকে না। কারণ আইসিবির কিছুই নেই। আমি এগুলো এখনি বলে রাখছি কারণ পরে আপনারা আমার থেকে জানতে চাইবেন আইসিবির চেয়ারপার্সন হিসেবে আমার অর্জন কী।

আবু আহমেদ বলেন, বিগত বছরে আইসিবির অবস্থান এতই খারাপ, যে শেয়ার তারা ৮০ টাকায় কিনেছে সেই শেয়ার আমি ১০ টাকায়ও কিনতাম না।

তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির সব খাতেই বড় বড় কিছু গ্যাপ রয়েছে। দেশকে, পুঁজিবাজারকে এবং বিনিয়োগকারীদের কিছু দিতে হলে, ভালো কোম্পানি বাজারে আনতে হবে। বড় এবং ভালো কোম্পানিগুলো বাজারে নেই। তাদেরকে জনগণের স্বার্থের কথা চিন্তা করে বাজারে আসতে হবে। জনগণের স্বার্থই হলো সবথেকে বড়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এজিএম সাত্বিক আহমেদ শাহ, ডিবিএর ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, বিআইবিএমের প্রেসিডেন্ট প্রশান্ত কুমার ব্যানার্জি, যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ ব্যংকিং সুপার্ভিশনের সাবেক সহকারী পরিচালক সাবেথ সিদ্দিক এবং ডিএসইর জিএম ও সিওও মো. সামিউল ইসলাম।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সঙ্গে বিএসইসির সভা

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৯ অক্টোবর) বিএসইসি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বিএসইসির মুখপাত্র এবং নির্বাহী পরিচালক, পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রতিনিধিবৃন্দ এবং বিএসইসির কর্মকর্তাবৃন্দ পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা এবং বাজারের সংস্কারের নানা বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাথে বিনিয়োগকারীদের বিভিন্ন দাবিসমূহ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের জন্য তাদের সুপারিশ তুলে ধরেন।

সভায় বিনিয়োগকারীরা অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের জেড ক্যাটাগরি সংশ্লিষ্ট নিয়ম কানুনেরর সংস্কার এবং লভ্যাংশ না দেয়াসহ নন-কমপ্লায়েন্সের ফলে জেডে প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি ও তার কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সশরীরে কোম্পানির এজিএম করার নিয়ম পুনর্বহাল করা, বাজারে বিনিয়োগ বান্ধব পরিবেশ আনয়ন ও বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি ও সময় বিবেচনায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করেন। এছাড়াও পুঁজিবাজারে কোম্পানির স্পন্সর বা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, শেয়ার বাই ব্যাক আইনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ব্যাংকের মত আরো প্রতিষ্ঠান সৃষ্টি ও আনয়নের পদক্ষেপ গ্রহণ, বাজারে সিএমএসএফ এর ফান্ড হতে বিনিয়োগ বা পুঁজির আনয়ন করার সুপারিশ তুলে ধরেন তারা।

পাশাপাশি, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পুঁজিবাজারে উন্নয়নে ইতিবাচক প্রচার এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিএসইসির ইতিবাচক বার্তা প্রদানের কথা বলেন।

পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ, সম্পৃক্ত নিয়ন্ত্রক সংস্থাসমূহসহ অন্যান্য সকল পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন, চেম্বার, এজেন্সিসহ সকলের সাথে মত বিনিময় করবে বিএসইসি।

সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত ও অংশগ্রহণ এবং অংশীজনদের সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলতে বিএসইসি কাজ করছে।

দেশের পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ও কল্যাণে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করে বাজার সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের আলোকে পুঁজিবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কারের জন্য বিএসইসি কাজ করে যাচ্ছে।

উত্থানের দিনে চার কোম্পানির শেয়ার কিনতে মরিয়া চেষ্টা

দেশের শেয়ারবাজার বুধবার উত্থানে ফিরেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া তিন শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে ৪ কোম্পানির শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন কিছু বিনিয়োগকারী। ফলে বিক্রেতা শূন্য হয়ে পড়ে এসব শেয়ার। তবে কোনো কারণ ছাড়াই ভালো ভালো কোম্পানির শেয়ার দর যেখানে ধসে পড়ছে সেখানে এসব শেয়ারের দর এভাবে বাড়াকে ভালোভাবে দেখছেন না বাজার বিশ্লেষকরা। কোনো গোষ্ঠী এসব শেয়ারের কৃত্রিম চাহিদা সৃষ্টি করছেন কিনা তা নিয়ন্ত্রক সংস্থা খতিয়ে দেখতে হবে।

কোম্পানিগুলো হলো: আইসিবি, বিডিকম, আমরা টেকনোলজিস এবং ন্যাশনাল টি।

আইসিবি

আইসিবির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫৯ টাকা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৬১ টাকা ৬০ পয়সায়। বুধবারলেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৪ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ বুধবার শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির লেনদেন শুরুর কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ার থেকে বিক্রেতা উধাও হয়ে যায়। পরবর্তীতে শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও কেউ শেয়ারটি বিক্রি করতে আগ্রহ দেখায়নি।

বিডিকম

বিডিকমের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২২ টাকা ২০ পয়সায়। বুধবার শেয়ারটির লেনদেন শুরু হয় ২২ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৪ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ বুধবার শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির লেনদেন শুরুর কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ার থেকে বিক্রেতা উধাও হয়ে যায়। পরবর্তীতে শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও কেউ শেয়ারটি বিক্রি করতে আগ্রহ দেখায়নি।

আমরা টেকনোলজিস

আগের দিন আমরা টেকনোলজিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৯০ পয়সায়। বুধবার শেয়ারটির লেনদেন শুরু হয় ১৯ টাকা ৪০ পয়সায়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর আজ ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে। এদিন লেনদেন শুরুর কিছুক্ষণ পরই বিক্রেতা হারিয়ে যায়। শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীদের উপস্থিতি থাকলেও কেউ শেয়ারটি বিক্রি করতে চাইনি।

এদিন শেয়ারের প্রতি আগ্রহ থাকায় ন্যাশনাল টি’র শেয়ারও বিক্রি করতে আগ্রহ দেখায়নি কোনো বিনিয়োগকারী। এতে করে শেয়ারটির দর ২০ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।

 

এডিএন টেলিকমের পর্ষদ সভার তারিখ ঘাষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

একই সভায়, ৩০ সেপ্টম্বর,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ অক্টোবর বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মেঘনা পেটের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের ও সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আগামী ৩০ অক্টোবর বেলা ৩টায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, আগামী ২৮ অক্টোবর বেলা ৩টায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আলোচ্য বছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পর্ষদ সভা শেষে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

লাভেলো আইসক্রিমের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পর্ষদ সভা শেষে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো মিথুন নিটিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও অন্য কোনো তথ্য প্রকাশ করেনি। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় মুনাফা, ইপিএস, ক্যাশ ফ্লো ইত্যাদি প্রযোজ্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি।

আগামী ২০ নভেম্বর বেলা ১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

এপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮ টাকা ৩১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ১৭ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৩৮ পয়সা।

গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৪৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো তাল্লু স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৯০ লোকসান হয়েছিল।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ পয়সা।

গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২ টাকা ৬২ পয়সা।

আগামী ২০ নভেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

চার দিনের ছুটিতে পুঁজিবাজার

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।। আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার (১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এছাড়া বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে চার দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

চারদিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

রানার অটোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করলো ডিএসই

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসে পিএলসির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসই। আজ বুধবার (০৯ অক্টোবর) থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

এর আগে চলতি বছরের ২০ মে দুর্বল কোম্পানির বিষয়ে পৃথক দুই নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির সেই আদেশ অনুযায়ী রানার অটোমোবাইলসকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।


আইপিডিসি ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যানোসর নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এখন থেকে কোম্পানিটির নাম ‘আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’ হবে। ১৪ অক্টোবর থেকে কোম্পানিটি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে।

এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

নগদ লভ্যাংশ পাঠিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

যমুনা ব্যাংকের পরিচালকের শেয়ার গ্রহণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির পরিচালক মো. হাসান উত্তরাধিকার সূত্রে শেয়ার গ্রহণ করেছেন।

কোম্পানিটির প্রয়াত পরিচালক ফজলুর রহমানের ৬১ লাখ ৭৪ হাজার ৪২৭টি শেয়ার তার ছেলে মো. হাসান গ্রহণ করেছেন।

আদালত প্রদত্ত উত্তরাধিকার সনদ অনুযায়ী মো. হাসান এই শেয়ার গ্রহণ করেছেন।

রেনেটার ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: