সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে—চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসের হিসাব তাই বলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর পরিমাণই বেশি। অর্থাৎ, নতুন করে যারা সঞ্চয়পত্র কিনছেন, তাদের সংখ্যা বা পরিমাণ কম; বরং আগের বিনিয়োগ তুলে নিচ্ছেন অনেকেই।