কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের প্রথমভাগে ৭টি কোম্পানির শেয়ার বিক্রেতাহীন হয়ে যায়। কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় এগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। এসব শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন কিছু বিনিয়োগকারী।