facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

ফের কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার

ফের কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার

ফের কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তার স্ত্রী অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসাইন সোমবার (২৮ অক্টোবর) পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে মঞ্চ পরিষ্কার করলেন কার্তিক

পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে মঞ্চ পরিষ্কার করলেন কার্তিক

যে কোনও অনুষ্ঠানে তারকাদের জন্য বরাদ্দ থাকে বিশেষ ব্যবস্থা, সেটাই স্বাভাবিক। শুক্রবার ‘ভুল ভুলাইয়া থ্রি’ এর ‘আমি যে তোমার গান’ লঞ্চের অনুষ্ঠানেও এর ব্যতিক্রম হয়নি। মাধুরী দীক্ষিত, বিদ্যা বালনের সঙ্গে হাজির ছিলেন তাদের ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানও।

দেশে ফেরা নিয়ে যা বললেন জায়েদ খান

দেশে ফেরা নিয়ে যা বললেন জায়েদ খান

কয়েক মাস হলো দেশের বাইরে ঢালিউড অভিনেতা জায়েদ খান। ফেরার নাম নেই। গুঞ্জন উঠেছে ফিরবেন না এ নায়ক। কেননা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার মামলার আসামী তিনি। এসব কারণেই দেশে ফেরাটা নিরাপদ মনে করছেন না তিনি।

আকাশছোঁয়া দামে দশটি ফ্ল্যাট কিনলেন অভিষেক-অমিতাভ

আকাশছোঁয়া দামে দশটি ফ্ল্যাট কিনলেন অভিষেক-অমিতাভ

অনেকদিন ধরেই জল্পনা, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবনে চিড় ধরেছে। তাদের সম্পর্কে দূরত্বের নেপথ্যে নাকি এক তৃতীয় ব্যক্তি। তবে এ নিয়ে যদিও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া বা অভিষেকের কেউই। এই বিচ্ছেদ জল্পনার মাঝেই বচ্চন পরিবারে সুখবর। মুম্বাইয়ের মুলুন্ডু এলাকায় নতুন বাসস্থান কিনলেন অভিষেক। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে জোট বেঁধেই নাকি এই নতুন সম্পত্তি কিনছেন অভিষেক।

‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে তার বাবার মৃত্যুর খবর জানান।

সালমানের হুমকিদাতা লরেন্সকে হত্যা করলে বিশাল পুরস্কার!

সালমানের হুমকিদাতা লরেন্সকে হত্যা করলে বিশাল পুরস্কার!

বাবা সিদ্দিকি খুনের পর থেকে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির সমানেও দেওয়া হচ্ছে কড়া পাহারা। তাকে হত্যা করাকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন লরেন্স বিষ্ণোই। এবার সালমানের এই হুমকিদাতাকে হত্যা করলে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা করা হলো।

অভিনয় ছেড়ে দেবেন অহনা

অভিনয় ছেড়ে দেবেন অহনা

২০০৭ সালে ‘বিনোদন বিচিত্রা’ ফটো সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে অভিনয়ে নাম লেখান অহনা। চলচ্চিত্র, নাটক— দুই অঙ্গনেই দেখা গেছে তাকে। তবে জায়গা করে নিয়েছেন ছোটপর্দায়। পেয়েছেন জনপ্রিয়তাও। এবার দিলেন অভিনয় থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত।

বলিউড সিনেমার প্রশংসায় প্রেসিডেন্ট পুতিন

বলিউড সিনেমার প্রশংসায় প্রেসিডেন্ট পুতিন

`বলিউড` সিনেমার প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রগুলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়।’ গত শুক্রবার ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এক ব্রিফিংয়ে দেশে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রণোদনা দেবেন কিনা জানতে চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।

টানা ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে তামান্না ভাটিয়া

টানা ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে তামান্না ভাটিয়া

বর্তমানে সাফল্যের বৃহস্পতি তুঙ্গে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। অভিনয়ের পাশাপাশি একের পর এক হিট সিনেমায় আইটেম গান দিয়েই বাজিমাৎ করছেন এই অভিনেত্রী। সদ্যই মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর আইটেম সং ‘আজ কি রাত’ দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তামান্না। তবে এরই মাঝে অভিনেত্রীর নাম জড়াল আর্থিক কেলেঙ্কারির মামলায়।

রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ছয় বছর

রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ছয় বছর

‘রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে’, গানের কথার মতই বাংলা ব্যান্ডের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু রূপালি গিটার ফেলে ছয় আগে আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান। ২০১৮ সালের ১৮ অক্টোবর ঘুম ভাঙতেই এক দুঃসংবাদ পায় দেশবাসী। আইয়ুব বাচ্চু আর নেই! তার এমন সংবাদ যেনো হতভম্ভ করে দেয় তার ভক্তদের।