গত সোমবার রাতে নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। এই অনুষ্ঠানে ২০২৫ সালের আসন্ন সিরিজ ও ছবির নাম ঘোষণা করা হয় এবং টিজার প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ খান, সাইফ আলী খান, রানা দজ্ঞুবাতি, কপিল শর্মা, রানা দজ্ঞুবাতি, সানিয়া মালহোত্রা, খুশি কাপুরসহ আরও অনেক তারকা।