স্মার্টফোন কেনার পর বিক্রয়োত্তর সেবা নিয়ে উদ্বেগ কমবেশি সব ক্রেতার মধ্যেই লক্ষ্য করা যায়। এই উদ্বেগ লাঘবের লক্ষ্যেই ইনফিনিক্সের অফিশিয়াল সার্ভিস পার্টনার কার্লকেয়ার চালু করেছে "ফ্রি সার্ভিস ডে", যা চালু থাকবে প্রতি শনিবার। স্মার্টফোন ব্যবহারকে আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও সহজ করতে চালু হওয়া এই উদ্যোগ ইনফিনিক্স ব্যবহারকারীদের জন্য দিচ্ছে নিশ্চিন্ত সেবা অভিজ্ঞতা।