বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর লাশ সিলেটের কানাইঘাটে তাঁর ইচ্ছানুযায়ী পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে প্রয়াত নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।