শীতকাল মানেই ঘোরাঘুরির আদর্শ সময়। স্কুল-কলেজের ছুটির সঙ্গে মেলে সুন্দর আবহাওয়া। কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি, কেউ পাহাড় বা সমুদ্রের কাছে, কেউ বা বিদেশ ভ্রমণে। কিন্তু পরিবারে কেউ যদি অ্যাজমা বা অ্যালার্জির রোগী হন, তাহলে একটু বাড়তি সতর্কতা নিতে হবে। কারণ অযত্ন বা অসতর্কতা ভ্রমণের আনন্দ মাটি করে দিতে পারে। জেনে নিন অ্যাজমা বা অ্যালার্জি রোগীদের জন্য ভ্রমণকালে কী কী সতর্কতা মানা জরুরি।