ববিতা-জাফর ইকবালের প্রেমের অজানা গল্প
ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণযুগে রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানাসহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করলেও ববিতার জীবনে বিশেষভাবে জড়িয়ে আছেন এক নাম—জাফর ইকবাল। সময়ের সবচেয়ে সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ এই নায়কের সঙ্গে কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও এক অম্লমধুর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ববিতা। যদিও কখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবে অকপটে স্বীকার করেছেন, ‘আমি তাঁকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত।’