
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।
শেয়ার বিজনেস24.কম