ঢাকা   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

উলিপুরে এলজিইডির প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে দুদকের অভিযান

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৯ এপ্রিল ২০২৫

উলিপুরে এলজিইডির প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে দুদকের অভিযান

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যক্রমে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুদকের একটি বিশেষ দল।

অভিযানে উপজেলার গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ প্রকল্প ঘুরে দেখে প্রকল্পের কাজের গুণগত মান ও অগ্রগতি সরেজমিনে যাচাই করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিগত অর্থবছরের নথিপত্র খতিয়ে দেখে দুদক কর্মকর্তারা।

দুদকের কুড়িগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, “প্রধান কার্যালয়ের নির্দেশনায় সারাদেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে এই অভিযান চলছে। এরই অংশ হিসেবে উলিপুরে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেসব প্রকল্প এলাকা পরিদর্শন করে স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। পরে তা বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।”

উল্লেখ্য, সরকারের উন্নয়ন প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই দুদকের এই তদারকি কার্যক্রম, যা ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।