ঢাকা   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৫ দিনব্যাপী, সংশোধনের সুযোগ ২৫ মে পর্যন্ত

শিক্ষা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ২৯ এপ্রিল ২০২৫

আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৫ দিনব্যাপী, সংশোধনের সুযোগ ২৫ মে পর্যন্ত

২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম আগামী ৪ মে শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৮টি আঞ্চলিক কার্যালয় এবং বোর্ডের রেজিস্ট্রেশন শাখা থেকে নির্ধারিত নিয়মে এই কার্ড বিতরণ করা হবে। সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যেই কার্ড সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা অঞ্চলের কার্ড বোর্ডের রেজিস্ট্রেশন শাখা থেকে সংগ্রহ করতে হবে। কার্ডে কোনো ভুল (বিভাগ, বিষয়, ছবি বা দাখিল পরীক্ষার তথ্য) থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৫ মে’র মধ্যে আবেদন করার সুযোগ থাকবে।

রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য মাদ্রাসার প্যাডে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন থাকতে হবে। ঢাকা অঞ্চলের ক্ষেত্রে তিনটি নমুনা স্বাক্ষরসহ প্রাধিকারপত্রও দিতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন কার্ড হস্তান্তর করা হবে না।

সকল মাদ্রাসাপ্রধান ও প্রতিনিধিদের নির্ধারিত সময়সীমা মেনে সঠিক নিয়মে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ ও বিতরণ করার আহ্বান জানিয়েছে বোর্ড।