ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হিরো আলমকে হত্যার হুমকি

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ২৭ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৬:৪৭, ২৭ জানুয়ারি ২০২৪

সর্বশেষ

হিরো আলমকে হত্যার হুমকি

আলোচিত ইউটিউবার হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছেন এক জনৈক ব্যক্তি। হোয়াটসঅ্যাপে পিস্তলের ছবি ও খুদে বার্তা পাঠিয়ে দু`দিনের মধ্যে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্ত। বৃহস্পতিবার দিবাগত রাতে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি দেয়া হয়।

ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে হিরো আলমকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি।

হিরো আলম জানান, এখন ঢাকার বাইরে আছি। নিরাপত্তার জন্য কাউকে অবস্থান সম্পর্কে জানাচ্ছি না। তবে দ্রুত ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব। আমি নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। তিনি আরো জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদে বার্তা পাঠায়।

সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেন, প্রকাশ্যে তোরে গুলি করমু...। আমি আসিফ মাহাতাবকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি। কে, কেন হুমকি দিয়েছে জানি না।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ