
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের কথিত প্রেমের গল্প এবার পর্দায় আসতে পারে। যদিও জ্যাকুলিন বরাবরই সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করে এসেছেন, তবুও তাঁদের আলোচিত সম্পর্ক নিয়ে একটি বড় ওটিটি প্ল্যাটফর্ম তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মিড ডে।
তথ্য অনুযায়ী, সুকেশের প্রতারণামূলক কর্মকাণ্ড ও বলিউডের সঙ্গে তার যোগসূত্র তুলে ধরতে চায় নির্মাতারা। এতে উঠে আসতে পারে সুকেশ ও জ্যাকুলিনের 'গোপন প্রেমপর্ব', যেখানে সুকেশের দেওয়া দামী উপহার আর জেল থেকে লেখা প্রেমপত্রের প্রসঙ্গও অন্তর্ভুক্ত হতে পারে। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নির্মাতারা মনে করছেন, এই ঘটনা নিয়ে কথা বলার জন্য জ্যাকুলিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারেন।
তবে এখনো নিশ্চিত নয়, জ্যাকুলিন এই তথ্যচিত্রে সাক্ষাৎকার দেবেন কিনা। বর্তমানে প্রজেক্টটি গবেষণার পর্যায়ে রয়েছে এবং ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে এর নির্মাণকাজ শুরু হবে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সুকেশ চন্দ্রশেখর প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন এবং ধীরে ধীরে বলিউডে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার গ্রেপ্তারের পর তদন্তে উঠে আসে বলিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গে সুকেশের ঘনিষ্ঠতার খবর। জ্যাকুলিন ছাড়াও, অভিনেত্রী নোরা ফতেহির নামও আলোচনায় আসে এই তদন্তে।