ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

‘পায়েল’: দেশের প্রথম সিনে-ড্রামায় বাস্তবতার নতুন ছোঁয়া

বিনোদন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

‘পায়েল’: দেশের প্রথম সিনে-ড্রামায় বাস্তবতার নতুন ছোঁয়া

এআরকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে দেশের প্রথম সিনে-ড্রামা ‘পায়েল’। নির্মাতা সাইফুল হাফিজ খানের ব্যতিক্রমী চিন্তাধারায় নির্মিত এই কাজটি প্রেম, সংগ্রাম ও জীবনের কঠিন বাস্তবতাকে অনন্যরূপে তুলে ধরেছে। নাটকীয়তার বাইরে এসে বাস্তবঘেঁষা নির্মাণশৈলীতে নির্মিত ‘পায়েল’ ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘পায়েল’ প্রচলিত নাটক কিংবা ধারাবাহিকতার বাইরে এক ভিন্ন অভিজ্ঞতা। নির্মাতা সাইফুল হাফিজ খান জানান, এটি তিনি সিনে-ড্রামা আকারে নির্মাণ করেছেন, যেখানে সিনেমার আবহ ও নাটকের আবেগ মিলেমিশে এক নতুন ধারা তৈরি করেছে। ছবিটির শুটিং হয়েছে জামালপুরের মনোরম প্রাকৃতিক পরিবেশে, যা গল্পের আবহের সঙ্গে দুর্দান্তভাবে মিলে গেছে।

নির্মাতা বলেন, "আমরা চাইনি এটি কোনো সাধারণ ধারাবাহিক বা ওয়েব ফিল্মের মতো হোক। দর্শক যেন অনুভব করে, তারা বাস্তব জীবনেরই কোনো গল্প দেখছে। সিনেমার আদলে নতুন কিছু উপস্থাপনই ছিল আমাদের লক্ষ্য।"

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'কুতুব' চরিত্র, যেখানে অভিনয় করেছেন খায়রুল বাসার। একদিকে স্বপ্নপূরণের সংগ্রাম, অন্যদিকে প্রিয়জন 'জরি'র (অর্চিতা স্পর্শিয়া) সঙ্গে টানাপোড়েন—সব মিলিয়ে কুতুবের চরিত্রটি এক বাস্তবসম্মত চিত্র আঁকে। খায়রুল বাসার জানান, "কুতুব একজন স্বপ্নবাজ মানুষ। চরিত্রটির মধ্য দিয়ে আমি দেখাতে চেয়েছি জীবনের সংকটেও কীভাবে স্বপ্ন ও সাহস টিকে থাকে।"

অন্যদিকে ‘জরি’ চরিত্রে অর্চিতা স্পর্শিয়া জানিয়েছেন, “‘জরি’ শুধু প্রেমিকা নয়, সে আত্মমর্যাদা ও স্বাধীনতার লড়াই চালানো এক সাহসী নারী। চরিত্রটিতে বাস্তবতার ছাপ রাখার চেষ্টা করেছি।”

ছবিটির বিশেষ আকর্ষণ এর লোকেশন নির্বাচন। জামালপুরের চিতাখোলার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে গল্পের আবেগ মিলে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা।

মুক্তির পরপরই ইউটিউবে ‘পায়েল’ মিলিয়ন দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছে। নির্মাতা আশাবাদী, 'পায়েল' দেশের নাট্য ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং সিনে-ড্রামার মতো ভিন্নধর্মী কাজের প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়বে।