ঢাকা   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আদনানের ভাগ্য বদলে দিল কান, বিয়ের পরই এলো সবচেয়ে বড় স্বীকৃতি

বিনোদন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৯ এপ্রিল ২০২৫

আদনানের ভাগ্য বদলে দিল কান, বিয়ের পরই এলো সবচেয়ে বড় স্বীকৃতি

১৩ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে—বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। আর বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই জীবনের সবচেয়ে বড় সুখবর পেলেন আদনান। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ স্থান করে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে

এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত আদনান। তিনি বলেন, “আমার মনে হচ্ছে বউ আমার জন্য লাকি চার্ম। বিয়ের পরই ভাগ্য খুলে গেছে। প্রথম ভাগ্যটাই খুলল কান দিয়ে। ইনশা আল্লাহ সামনে আরও ভালো কিছু আসবে।”

প্রেম ও বিয়ে নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন চললেও চলতি ফেব্রুয়ারিতে তা নিশ্চিত করেন দুজন। বিয়ের সময় মেহজাবীন সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি... ১৪ ফেব্রুয়ারি ২০২৫ আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে।”

চলচ্চিত্রটি কান উৎসবে মনোনয়ন পাওয়ার খবরে সামাজিক মাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনের বন্যা বইছে। আদনান জানান, ‘আলী’ নির্মাণ করতে তাঁর অনেক সাধনা ও শ্রম লেগেছে। মাত্র ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ায় দারুণ গর্বিত তিনি।

আগামী ১৩ মে শুরু হতে যাওয়া কান উৎসবে অংশ নিতে আদনানের ঢাকা ছাড়ার কথা রয়েছে। নিজের কাজের স্বীকৃতি এমন একটি আন্তর্জাতিক মঞ্চে পাওয়া, তা যেন তাঁর জন্য এক স্বপ্নপূরণ।