ঢাকা   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

খাদ্যপণ্যের দাম চড়া, মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:২৭, ৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

খাদ্যপণ্যের দাম চড়া, মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ

অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, খাদ্যপণ্য বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে।

জানা গেছে, গত তিন মাসের মধ্যে পর্যন্ত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এর আগে, সেপ্টেম্বরে সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশ ও আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

বিবিএস বলছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ, যা জুলাইয়ে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ প্রায় দুই বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি নয় শতাংশের ওপরে আছে। যার প্রভাব পড়েছে দেশের নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ