ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রেকর্ড ভাঙছে সোনার দাম: ২২ ক্যারেটে ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়াল

অর্থ ও বাণিজ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২০, ২২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

রেকর্ড ভাঙছে সোনার দাম: ২২ ক্যারেটে ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়াল

দুই দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, এবার ভরিপ্রতি ৪ হাজার ৭১৩ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ মূল্য। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত শনিবারও সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে ফের নতুন রেকর্ড গড়েছে সোনার বাজার।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সিদ্ধান্তে ২১ ক্যারেট মানের সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকায়।

আগের তুলনায় প্রতি ভরিতে ২২ ক্যারেটে দাম বেড়েছে ৪ হাজার ৭১৩ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বেড়েছে ৩ হাজার ২৮৯ টাকা।

বাজুস আরও জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। পাশাপাশি গয়নার নকশা ও মানের তারতম্যের ভিত্তিতে মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোনার বাজারে এমন টানা মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় চাহিদা বৃদ্ধিই এ দাম বৃদ্ধির মূল কারণ।


 

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ