
দেশের বাজারে সোনার দাম যেন থামছেই না। মাত্র একদিনের ব্যবধানে আবারও বাড়ল মূল্য। সোমবারের দফায় বাড়ানোর পর আজ মঙ্গলবার ফের এক দফা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবারের বৃদ্ধি সবচেয়ে বড়—ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম উঠে এসেছে প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই নতুন সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। এর আগে গতকাল সোমবারও সোনার ভরিপ্রতি দাম ৪ হাজার ৭১৩ টাকা বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায়।
চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত আটবার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ছয়বার দাম বেড়েছে এবং দুবার কমেছে। বিশেষ করে গত দুই দিনে দাম বেড়েছে ভরিতে ১০ হাজার টাকারও বেশি।
বাজুসের তথ্য অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২০ হাজার ৫১৩ টাকায়। এর পাশাপাশি সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।