ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রমজানে উজ্জ্বল ত্বক ধরে রাখতে যা করবেন

স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১১, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

রমজানে উজ্জ্বল ত্বক ধরে রাখতে যা করবেন

চলছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই সময়টিতে দীর্ঘক্ষণ পানাহার থেকে বিরত থাকতে হয়, যার প্রভাব পড়ে শরীর ও ত্বকের ওপর। তাই রমজানে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। কেমন হবে ত্বকের যত্নের রুটিন? চলুন জেনে নেওয়া যাক—

মেকআপ এড়িয়ে চলুন
রমজানে মেকআপ ব্যবহার কমিয়ে দিন বা এড়িয়ে চলুন। ত্বককে বিশ্রাম দিন এবং প্রাকৃতিকভাবেই উজ্জ্বল রাখতে মনোযোগ দিন। রাসায়নিকমুক্ত থাকতে পারলে ত্বক আরও সুস্থ ও প্রাণবন্ত থাকবে।

পর্যাপ্ত পানি পান করুন
রোজায় দীর্ঘসময় পানি পান করা সম্ভব হয় না, ফলে পানিশূন্যতার ঝুঁকি থাকে। ইফতার থেকে সাহরির মধ্যে পর্যাপ্ত পানি পান করুন—প্রতিদিন অন্তত ৭-৮ গ্লাস। সঙ্গে রাখুন ডাবের পানি, লেবুর শরবত ও ফলের রস, যা শরীর ও ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে।

সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করুন
রমজানে নিয়মিত ত্বকের যত্ন নিন। ভালো মানের ক্লিনজার, এক্সফোলিয়েটর, টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গরমের কারণে ত্বকে ধুলো-ময়লা জমতে পারে, তাই নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন
সাহরি ও ইফতারের খাবারের ওপরই নির্ভর করে আপনার শরীর ও ত্বকের স্বাস্থ্য। বেশি করে ফাইবারযুক্ত খাবার খান, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে এবং ত্বককেও উজ্জ্বল রাখবে। বাদাম, খেজুর, ফল ও সবুজ শাকসবজি খেলে ত্বক পুষ্টি পাবে।

দই খান প্রতিদিন
টক দই রমজানে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন। এটি প্রোটিনের চমৎকার উৎস, যা সারাদিন শক্তি জোগাবে এবং ত্বককেও পুষ্টি দেবে। সাহরিতে এক বাটি দই খেলে ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল।

সঠিক যত্ন ও পুষ্টিকর খাবারের মাধ্যমে রমজানেও ত্বক থাকবে প্রাণবন্ত ও সুন্দর। তাই এই সময়টিতে নিজের যত্ন নিতে ভুলবেন না!

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ