
বাংলাদেশে প্রতি বছর প্রতি লাখে ৪০৪ জন মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। এর মধ্যে বছরে ৫১ জনের মৃত্যু হয়। কুমিল্লা জেলায় বর্তমানে ৪ হাজার ২৯৯ জন যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছে।
সোমবার কুমিল্লায় যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলা শাখা আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাটাব কুমিল্লার সভাপতি ডা. মো. হেদায়েত উল্লাহ।
এতে বক্তব্য রাখেন নাটাব সহ-সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আবুল হাসানাত বাবুল, সদস্য ডা. আতাউর রহমান, সদস্য অশোক কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, নাটাবের কমিউনিকেশন অফিসার রুবাইয়া সুলতানা ও ব্র্যাকের জেলা ম্যানেজার মাহফুজুর রহমান প্রমুখ।
শেয়ার বিজনেস24.কম