
কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঢাকার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্যারেড মাঠে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ মে এ পরীক্ষা নেওয়া হবে। এই দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্রের প্রিন্টেড (রঙিন) এক কপি পরীক্ষা বোর্ডের কাছে জমা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সঙ্গে রাখতে হবে। পুরুষ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফপ্যান্ট ও গেঞ্জি সঙ্গে আনতে হবে।
নারী প্রার্থীদের শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরে আসতে হবে। পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবে না। মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মূল্যবান দ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।
শুধু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।