
রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনারটেকের বাসিন্দা নূর নাহার এবং চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মাহমুদুর রহমান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।