ঢাকা   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

গাবতলীতে বিএডিসির শত কোটি টাকার জমি দখল করে ট্রাকস্ট্যান্ড!

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২৬ এপ্রিল ২০২৫

গাবতলীতে বিএডিসির শত কোটি টাকার জমি দখল করে ট্রাকস্ট্যান্ড!

রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদন খামারের প্রায় তিন বিঘা জমি দখল করে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ব্যানারে সরকারি দেয়াল ভেঙে দখল করা হয়েছে এই জমি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। প্রথমে এক বিঘা দখলের পর এক মাসের ব্যবধানে তিন বিঘায় পৌঁছেছে জমি দখলের পরিমাণ।

বিএডিসির কর্মকর্তারা জানান, মেট্রোরেল প্রকল্পের জন্য পাঁচ বছরের ইজারা দেওয়া হয়েছিল ওই জমি। ইজারার মেয়াদ শেষ হলেও জমি আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়নি, আর এই ফাঁকেই দখলদাররা ট্রাকস্ট্যান্ড বসিয়েছে। বিষয়টি পুলিশসহ বিভিন্ন দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবহন শ্রমিকদের দাবি, পরিত্যক্ত জমিতে তারা ট্রাক রেখেছে। তবে বিএডিসির কর্মকর্তারা বলছেন, এটি নিয়মবহির্ভূত দখল এবং আগে এমন দখল উচ্ছেদ করা হয়েছিল।

এদিকে, মেট্রোরেলের প্রকল্প ব্যবস্থাপক জানিয়েছেন, জমির এখনও প্রয়োজন রয়েছে এবং কোনোভাবেই পরিবহন শ্রমিকদের কাছে জমি হস্তান্তর হয়নি। পুলিশও বলছে, জমি উচ্ছেদের জন্য আদালতের অনুমতি লাগবে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালীদের চাপে পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে। সরকারি শত কোটি টাকার জমি দখলের এই ঘটনায় উদ্বেগ বাড়ছে, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপের আশ্বাস মেলেনি।