ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হয়রানিমূলক গ্রেপ্তারে কঠোর নিষেধাজ্ঞা, পুলিশের ভূমিকা হবে স্বচ্ছ: আইজিপি বাহারুল আলম

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ২৮ এপ্রিল ২০২৫

হয়রানিমূলক গ্রেপ্তারে কঠোর নিষেধাজ্ঞা, পুলিশের ভূমিকা হবে স্বচ্ছ: আইজিপি বাহারুল আলম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করা হয়। সোমবার (২৮ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন।

আইজিপি বলেন, ৫ আগস্টের পর থেকে কিছু অসৎ ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। অপরাধে জড়িত কয়েকজনের সঙ্গে অকারণে শত শত মানুষের নাম জড়িয়ে মামলা করা হচ্ছে। এমন একটি মামলার উদাহরণ টেনে তিনি জানান, সম্প্রতি ৫-১০ জনের অপরাধের মামলায় ৩০০ জনের নাম যুক্ত করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ইতোমধ্যে দেশের সব ইউনিটে নির্দেশনা পাঠানো হয়েছে, তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে আইজিপি আরও জানান, অনেক সময় তার কাছে অন্যায় আবদারও আসে—কাউকে গ্রেপ্তার করা, কাউকে মুক্তি দেওয়া কিংবা কাউকে পুরস্কৃত করার অনুরোধ জানানো হয়। তবে, এসব আবদারের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

দেশবাসীর উদ্দেশ্যে আইজিপি আহ্বান জানান, পুলিশ যেন তাদের ভুল-ত্রুটি বুঝতে পারে, সে জন্য সহযোগিতা করতে। তিনি বলেন, ‘কেউ মামলা করতে এলে পুলিশ তা যাচাই করার সুযোগ পায় না। মামলা লিখে এনে জমা দেওয়া হয়, যা রুজু করতে বাধ্য হয় পুলিশ। পরে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আদালতে প্রতিবেদন পাঠানো হয়।’

আইজিপির এই বক্তব্যে স্পষ্ট—পুলিশের ভূমিকা হবে এখন থেকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক। অহেতুক হয়রানি রোধে কঠোর অবস্থান নিচ্ছে বাহিনী।