ঢাকা   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

প্লাস্টিক দূষণ রোধে পরিবর্তন শুরু হোক নিজ থেকেই: পরিবেশ সচিব

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২৯ এপ্রিল ২০২৫

প্লাস্টিক দূষণ রোধে পরিবর্তন শুরু হোক নিজ থেকেই: পরিবেশ সচিব

প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধে আগে নিজেকে বদলাতে হবে—এমন বার্তা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, “যদি আমরা নিজের আচরণ বদলাই, সমাজ ও পরিবেশেও তার ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে আজ থেকেই আমাদের সচেতন হতে হবে।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব আরও জানান, বাজার কমিটি ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে মডেল বাজার গড়ে তোলা সম্ভব, যেখানে পলিথিন ও প্লাস্টিক থাকবে না। এ ধরনের বাজার গড়ে উঠলে পরিবেশ মন্ত্রণালয় থেকে পুরস্কার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে শুধু পরিবেশ নয়, জলাশয় ও মানবদেহেও মারাত্মক প্রভাব পড়ছে। মাইক্রোপ্লাস্টিক এখন মানুষের শরীরেও প্রবেশ করছে। এ অবস্থায় সরকার একদিকে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, অন্যদিকে বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

পরিবেশ সচিব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ‘বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু মূল প্রবন্ধে পলিথিনের ক্ষতিকর দিক ও সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। সভায় সিটি করপোরেশন, বন বিভাগ, ব্যবসায়ী, হোটেল মালিক, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত দেন। প্রধান অতিথি আশ্বাস দেন, এসব পরামর্শ গুরুত্ব দিয়ে গ্রহণ করে বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।