ঢাকা   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

“নতুন বৈশাখে নতুন বাংলাদেশ”—ঐক্যের ডাক দিলেন মির্জা ফখরুল!

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২২, ১৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

“নতুন বৈশাখে নতুন বাংলাদেশ”—ঐক্যের ডাক দিলেন মির্জা ফখরুল!

আলোচনা আর জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন, স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব, এবং আমরা সফল হব।”

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, “এ সমস্যারও সমাধান হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের চলমান রাজনৈতিক জটিলতা আলোচনা ও জনগণের ঐক্যের মাধ্যমেই কাটিয়ে উঠা সম্ভব।

নববর্ষ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “অতীতের যত ধুলোবালি, যত জঞ্জাল—সব উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।” তাঁর বক্তব্যে উঠে আসে পরিবর্তনের আশাবাদ, যেখানে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে গড়ে উঠবে এক সুশাসনের বাংলাদেশ।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ৬ এপ্রিল সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম। সুস্থ হয়ে দেশে ফিরে দলের প্রতি নিজের দায়িত্ববোধ ও জনগণের প্রতি অঙ্গীকারের কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি।

 

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ