ঢাকা   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সাহারা খাতুনের ভাতিজাসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪০, ১৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সাহারা খাতুনের ভাতিজাসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

 

ঢাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, মহানগরের ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন (৫০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি বাপ্পি রায়হান।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদ, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বাপ্পি রায়হান, শান্তিনগর থেকে শাহাবুদ্দিন, খিলগাঁও এলাকা থেকে শাখাওয়াত হোসেন এবং রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন টিম। এছাড়া যুবলীগ নেতা আরিফ হোসেনকেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ