ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সবাইকে একমত করার চিন্তা বাকশালি মানসিকতা: গুলশানে বৈঠকে আমীর খসরু

রাজনীতি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সবাইকে একমত করার চিন্তা বাকশালি মানসিকতা: গুলশানে বৈঠকে আমীর খসরু

দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে একমত করার ধারণাকে 'বাকশালি চিন্তা' বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সবাইকে একমত হতে হবে—এমন ধারণা বাকশালি মানসিকতা, যা একসময় শেখ হাসিনার পিতা প্রয়োগ করেছিলেন।’

রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেন।

আমীর খসরু বলেন, ‘ভিন্ন ভিন্ন দলের দর্শন, চিন্তাভাবনা ও মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। সংস্কারের ক্ষেত্রে যেখানে ঐকমত্য হয়েছে, সেখানেই পরিবর্তন সম্ভব। এর বাইরে সংস্কার করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এসে জনগণের ম্যান্ডেট নিতে হবে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘যেসব বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলো কেন জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে না? বহুদিন আগে দলগুলো তাদের প্রস্তাব জমা দিয়েছে। এখন আর দেরি নয়—যেখানে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করে, সেই ভিত্তিতে একটি সনদ সই করে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে।’

জনগণের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘিরে যে সংশয় তৈরি হয়েছে, সে বিষয়ে সতর্ক করে আমীর খসরু বলেন, ‘এই অনিশ্চয়তা গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়ার জন্য অশুভ হবে। দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করতে হবে যে দেশ গণতন্ত্রের দিকে এগোচ্ছে।’

বৈঠকের বিষয়ে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ জানান, নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার হলেও জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই বড় ধরনের সংস্কার টেকসই করতে হলে জনগণের ম্যান্ডেট অবশ্যই প্রয়োজন।’

সর্বশেষ