
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি কখনো শান্তি আনতে পারে না। তিনি জানান, এ দেশ সবার, তাই সবাইকে সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাসের সুযোগ দেওয়া উচিত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কুলাউড়া উপজেলা জামায়াতের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয়ভাবে ঘোষিত ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় জামায়াত আমির বলেন, “বিগত ১৫ বছরে আমাদের ওপর নানা নির্যাতন ও জুলুম হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর আমরা প্রতিশোধের পথে হাঁটি নাই। আমি আমার কর্মীদের বলেছিলাম— আল্লাহর নামে কেউ যেন কাউকে প্রতিশোধের শিকার না করে।”
তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকি বা না থাকি, আপনাদের পাশে আছি এবং থাকব। রাজনীতিতে জোর করে কিছু নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়, যারা তা করেন তারা পদে পদে অপদস্থ হন।”
সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামীতে যদি কোনো জালেম আপনাদের ওপর অত্যাচার করে, প্রতিবাদ করবেন, আমাদের পাশে রাখবেন। আমরা চাই না কেউ জন্মস্থান ছেড়ে কষ্টে থাকুক। যারা অন্যায় করেছে, তাদের চিহ্নিত করে ক্ষতিপূরণ দেওয়া হোক।”
তিনি আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে বলেন, “যদি কেউ অপরাধ করে, তাহলে আদালত ও সংবিধান অনুযায়ী বিচার হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
ডা. শফিকুর রহমান দাবি করেন, ৫ আগস্টের পর কোনো জামায়াত কর্মী সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত ছিলেন না, বরং তারা পাহারায় ছিলেন।
এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্ব আরোপ করেন।