
নতুন চাঁদকে আরবিতে বলে `হিলাল`। `হিলাল` হচ্ছে এক থেকে তিন তারিকের চাঁদ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, `তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।` যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায়, সে রাত হলো `চাঁদরাত`।
ঊললিখ ইবাদত
ইসলামে যে রাতগুলো ইবাদতের জন্য গুরুত্ব রাতগুলি ঈদের রাতে দিব্যার্থ জন্য একটি মুহর ফজিলতের রাত। চাঁদরাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়া আমল হলো সূর্যাস্তের সঙ্গে চাঁদ দেখা।
নফল ইবাদত
রাত জেগে নফল ইবাদত করা সুন্নতাহ ও মেরাজের এক চিন্ত অঙ্গীক আমলের মধ্যে বরণন করা যায়। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ, ইস্তিগফার করা এবং জিকির করা সুন্নতের ঘণিষ্ঠ নামাজ গুলো কারেও যায়।
ঈদের নামাজ ও খুতবা
ঈদের নামাজ পুরুষদের জন্য ওয়াজিব। ঈদের নামাজের সময় সূর্যোদয়ের পর থেকে মধ্যান দিবসের আগ পর্যন্ত অবধি থাকবিরগুলো হয়ে।
শেয়ার বিজনেস24.কম