ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সৌদিতে নতুন হজ নিয়ম: কঠোর শাস্তি, বাধ্যতামূলক ডিজিটাল পারমিট

ধর্ম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৮, ২২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সৌদিতে নতুন হজ নিয়ম: কঠোর শাস্তি, বাধ্যতামূলক ডিজিটাল পারমিট

আগামী ২৩ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হচ্ছে সৌদি আরবের নতুন হজ বিধিমালা। পবিত্র হজের সময় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবার আরও কঠোর নিয়ম চালু করেছে সৌদি সরকার। বৈধ অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে দেশি-বিদেশি সবাইকে মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ড এমনকি ডিপোর্টেশনের শাস্তির মুখোমুখি হতে হবে।

সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট জানিয়েছে, মক্কায় প্রবেশের জন্য তিন ধরনের বৈধ নথি আবশ্যক: হজের জন্য অনুমতিপত্র, মক্কায় নিবন্ধিত ইকামা বা সরকারি হজ পারমিট। নতুন নিয়মের আওতায় নাগরিক ও প্রবাসী উভয়ের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে।

হজ পারমিট এখন বাধ্যতামূলকভাবে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করতে হবে। মূল প্ল্যাটফর্ম হলো `নুসুক` (Nusuk), যা কেন্দ্রীয় পারমিট সিস্টেম ‘তাসরিহ’ (Tasreeh)-এর সঙ্গে যুক্ত। এছাড়াও ‘আবশের ইনডিভিজুয়্যালস’ (Absher Individuals) এবং ‘মুকিম’ (Muqeem) প্ল্যাটফর্মের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনকারীরা `তাওয়াক্কালনা` (Tawakkalna) অ্যাপের মাধ্যমে তাদের পারমিট স্ট্যাটাস চেক করতে পারবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই হজে অংশ নিতে পারবেন। ভিজিট, ট্যুরিস্ট বা ওমরাহ ভিসাধারীরা হজ পালন করতে পারবেন না। পাশাপাশি, ভুয়া হজ প্যাকেজ, বাসস্থান বা পরিবহন পরিষেবার বিরুদ্ধে সতর্ক থাকতে নাগরিক ও প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল ২০২৫ (১ জিলকদ, ১৪৪৬ হিজরি)। এরপর ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে অবস্থান করা আইনত অপরাধ বলে বিবেচিত হবে।

নতুন এই কঠোর নীতিমালার মূল লক্ষ্য হলো হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় পরিবেশে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধ করা। সৌদি সরকার বলছে, এবারের হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ