ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ব্র্যাকনেটকে ৫০ লাখ টাকা জরিমানা করলো বিটিআরসি

বিজ্ঞান ও প্রযুক্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৩৭, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৫৬, ১৮ মার্চ ২০২৫

সর্বশেষ

ব্র্যাকনেটকে ৫০ লাখ টাকা জরিমানা করলো বিটিআরসি

অবৈধ VoIP ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্র্যাকনেটকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে।

বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

 


১৯৯৬ সালে ব্র্যাকের আইটি এবং আইএসপি শাখা হিসেবে যাত্রা শুরু করে ব্র্যাকনেট, ২০০৫ সালে মার্কিন বিনিয়োগকারী কোম্পানি gNet DEFTA-এর সাথে একটি যৌথ উদ্যোগ কোম্পানি গঠন করে। এর অগ্রণী সামাজিক ব্যবসা মডেল এবং বিশ্বব্যাপী এটি প্রতিলিপি করার সম্ভাবনা দ্বারা আকৃষ্ট হয়ে, জাপানের দ্বিতীয় বৃহত্তম সেলুলার অপারেটর এবং ওয়্যারলেস আইএসপি KDDI ব্র্যাকনেটের সাথে একটি অংশীদারিত্বে প্রবেশ করে, যার ৫০% অংশীদারিত্ব রয়েছে।

বিটিআরসি সূত্রে জানা যায়, MH IT-এর নামে IPTSP সংযোগের নামে High Volume (সর্বমোট ৩৭,৯২,৮৪১ মিনিট) Outgoing Call পরিচালনা করে। সংযোগ কালে ৫০,০০০ টাকা ক্রেডিট লিমিট দেখানো হলেও পরবর্তীতে বিনা অনুমতিতে ১৩ লখ টাকা পর্যন্ত লিমিট দেয়া হয়।

অবৈধভাবে অতিরিক্ত টাকা আয় করতে গিয়ে বিটিআরসির কাছে ধরা পড়লে শাস্তি স্বরূপ কোম্পানির সার্ভিস তিন মাসের জন্য ২৫% কমিয়ে আনা হয় ও কোম্পানিকে মোটা অংকের জরিমানা গুনতে হয়। এ ব্যাপারে ব্র্যাকনেট কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে।

 

 

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ