
মেটার সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম থ্রেডস এবার থ্রেডস ডট নেট থেকে নতুন ঠিকানা থ্রেডস ডট কমে (threads.com) স্থানান্তরিত হয়েছে। সাম্প্রতিক এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা আরও উন্নত সুবিধা পাবেন বলে জানিয়েছে মেটা।
নতুন ওয়েব অ্যাপে যুক্ত হচ্ছে কাস্টম ফিড তৈরি, সংরক্ষিত পোস্ট ও লাইক সহজে এক্সেস করার সুবিধা, নতুন কলাম তৈরি, পোস্ট রিশেয়ার করা এবং এক্স (আগের টুইটার) থেকে পছন্দের ক্রিয়েটর খুঁজে পাওয়ার মতো নতুন ফিচার।
২০২৩ সালের জুলাইয়ে থ্রেডস প্রথমবারের মতো থ্রেডস ডট নেটে উন্মুক্ত হয়েছিল। তবে ওই সময় থ্রেডস ডট কম ডোমেইনটি ছিল একটি স্টার্টআপের মালিকানায়, যা পরে বিক্রি হয় ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের কাছে। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে মেটা এই ডোমেইন অধিগ্রহণ করে। এখন থেকে থ্রেডস ব্যবহারকারীরা threads.com থেকেই তাদের অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারবেন, আরও উন্নত ও সহজ অভিজ্ঞতার মাধ্যমে।