
ফেসবুকে অতিরিক্ত হ্যাশট্যাগ ও অপ্রাসঙ্গিক ক্যাপশনে ভরা পোস্টের মাধ্যমে আর আয়ের সুযোগ থাকছে না। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, স্প্যাম কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি এক বিবৃতিতে মেটা জানিয়েছে, অ্যালগরিদমকে ধোঁকা দিতে যেসব পোস্টে অপ্রাসঙ্গিক দীর্ঘ ক্যাপশন বা হ্যাশট্যাগের ছড়াছড়ি করা হয়, সেগুলোর মনেটাইজেশন বন্ধ করে কনটেন্ট শুধু ফলোয়ারদের দেখানো হবে।
মেটার ভাষ্যমতে, এসব কৌশল মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে। তাই পোস্টের কৃত্রিম প্রচার ও আয় বাড়াতে যারা অনৈতিক পদ্ধতি ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে, যারা শত শত ভুয়া অ্যাকাউন্ট খুলে একই পোস্ট ছড়িয়ে দিচ্ছে, তাদের পোস্ট সরিয়ে দেওয়া এবং মনেটাইজেশন সুবিধা বাতিলের সিদ্ধান্তও নিয়েছে মেটা।
এছাড়া কোনো মন্তব্য মিথ্যা বা সাজানো প্রমাণিত হলে তার দৃশ্যমানতা কমানো হবে। পরীক্ষামূলকভাবে একটি নতুন ফিচার চালু করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় বা অর্থহীন মন্তব্য সম্পর্কে রিপোর্ট করতে পারেন। পাশাপাশি, পেজ মালিকদের জন্যও এসেছে নতুন মডারেশন টুল, যা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে করা মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখবে।
মেটার দাবি, এই উদ্যোগের লক্ষ্য হলো ভিউ ও আয় বাড়ানোর জন্য অনৈতিক চর্চা বন্ধ করা এবং ফেসবুকের পরিবেশকে আরও বিশ্বাসযোগ্য ও মানসম্মত করে তোলা।