
কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের কেন্দ্রীয় সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। ভারতের বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো জনপ্রিয় চ্যানেলও।
সূত্র জানায়, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যানেলগুলোর সম্মিলিত অনুসারী সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৩০ লাখেরও বেশি। বন্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন নিউজ টিভি, সামা টিভি, ইর্শাদ ভাট্টি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এইচডি ও রাজি নামা।
বর্তমানে এই চ্যানেলগুলোতে ঢুকতে গেলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন, ‘এই কনটেন্ট এই দেশে আপাতত দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এটি সরানো হয়েছে।’
এদিকে, বিবিসি ইন্ডিয়া পেহেলগাম হামলার প্রতিবেদনে হামলাকারীদের 'সন্ত্রাসী' না বলে 'জঙ্গি' (মিলিট্যান্ট) উল্লেখ করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মাধ্যমে বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে। সূত্রের ভাষ্য, নয়াদিল্লির উদ্বেগ সরাসরি বিবিসিকে জানানো হয়েছে এবং এখন থেকে তাদের রিপোর্টিং বিশেষভাবে নজরে রাখা হবে। একই রকম বার্তা পাঠানো হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সের মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাকেও। এমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কেউ যদি কাশ্মীর ইস্যুতে তথ্য বিকৃতি ঘটায় বা ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করে, তবে তাদেরও কঠোর সতর্কবার্তা দেওয়া হবে।